নতুন বছরের প্রথম দিনে মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরলেন সুতি বিধানসভার বিধায়ক ঈমানী বিশ্বাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সুতির মহেশাইল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন বিধায়ক। তাঁর এই উদ্যোগে খুশি রোগী সহ পরিবারের লোকজন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ বিধায়ক জানান, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।