মানিকচক: ভূতনীর ভাঙ্গনের নামে ৫০০ কোটি টাকার লুট করেছে তৃণমূল, সরকারি পরিষেবা তৃণমূল নেতারা আত্মসাৎ করে,দাবি বিজেপি নেতার
ভূতনির ভাঙ্গনের নামে এই সরকার ৫০০ কোটি টাকা লুট করেছে। দুর্গতদের সরকারি সহযোগিতার নামে সেগুলি তৃণমূলের নেতারা আত্মসাৎ করে। ভাঙ্গন কবলিতদের সমস্যা নিয়ে মানিকচক থেকে বার্তা রাখতে গিয়ে বললেন সংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল।তিনি জানান, এই সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। ভুতনির ভাঙ্গন দুর্গত মানুষকে সমস্যায় ফেলে ৫০০ কোটি টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। পুনর্বাসন পাট্টা এগুলি যখনই আসে তৃণমূলের নেতারা সেই তালিকায় ঢুকে যায়।