ইটাহার: ইটাহারে মাদক উদ্ধার কান্ডে ফের বিহার যোগ, চাঁভোট মোড় থেকে ৯৬ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার বিহারের দুই মাদক কারবারি
ইটাহারে মাদক উদ্ধার কান্ডে ফের বিহার যোগ সামনে আসল। ৯৬ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার বিহারের দুই মাদক কারবারি। দিপেন্দ্র চৌহান ও মঙরু চৌহান। বাড়ি বিহারের কিশানগঞ্জ থানার টিউসা এলাকায়। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহারের পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে ইটাহারের পুলিশ সোমবার দুপুরে খবর পেয়ে চাঁভোট মোড় এলাকায় হানা দেয়। সেই সময় বিহারের দুই কারবারিকে মাদক সহ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ধৃতদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।