ঝালদা ২: জেলার ঐতিহ্যকে অব্যাহত রেখে কোটশীলা থানার জজলং এলাকায় কাড়া লড়াই প্রতিযোগিতা
পুরুলিয়া জেলার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতিতে অব্যাহত রেখে আজকে কাড়া লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হলো কোটশিলা থানার বামনিয়া বেলাডি অঞ্চলের জজলং এলাকায় । ওই এলাকার বেশ কিছু উৎসাহী মানুষজনের উদ্যোগে আয়োজিত এই কাড়া লড়াই চাক্ষুষ উপলব্ধি করতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল ।