ময়ূরেশ্বর ২: SIR সংক্রান্ত বিশেষ আলোচনায় উলকুন্ডায় হাজির হলেন MP ও MLA
রবিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত উলকুন্ডায় SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় সহ আরো অনেকেই। মূলত বাড়িতে বাড়িতে SIR ফরম পৌঁছে দিচ্ছেন BLO রা আর সেই ফর্ম ফিলাপ করে পুনরায় দিতে হবে SIR এর জন্য। তবে এই এস আই আর নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছেন তবে এবার যাতে আর বিভ্রান্ত না হতে হয় সে বিষয় নিয়েই বিভিন্ন রকম আলোচনা করা হলো আজ বৈকালে উলকুন্ডায়।