বৃহস্পতিবার দুপরে আমপুলিয়া পাড়ায় শতাব্দী প্রাচীন শ্রীশ্রী শবশিবা মাতার আরধোনায় মেতে ওঠেন পুজো কমিটির সদস্য সহ ভক্তরা,এদিন শ্রীশ্রী শবশিবা মাতার পুজো ছাড়াও রাধাবাজার মোড়ে শ্রীশ্রী মহিষাসুর বধ,তেঘরিপাড়ায় শ্রীশ্রী সেজ শ্যামা মাতার আরাধনায় মেতে উঠলেন ভক্তরা,উল্লেখ থাকে শব শিবা মাতা সহ এইসব দেবদেবীর পুজো অনুষ্ঠিত রাস পূর্ণিমায়,রাস পূর্ণিমায় বিভিন্নভাবে বিনিয়ম অনিয়মের কারণে ঠিক এক মাস বাদে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় পুনরায় পুজোর ব্যবস্থা করা হয়েছে।