শুক্রবার সকাল ১১ টার সময় থেকে,তেহট্ট ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তা অফিসের উদ্যোগে, তেহট্ট ১ নং ব্লক সহ কৃষি অধিকর্তা অফিস প্রাঙ্গনে,তেহট্ট ১ নং ব্লক এলাকার চাষীদের মধ্যে, শুরু হলো সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির বিতরণের শিবির। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির বিতরণের শিবির সকাল 11 টার সময় থেকে শুরু হয়েছে। চলবে দুপুর দুটো সময় পর্যন্ত।