তুফানগঞ্জ ২: আলুর বস্তার আড়ালে গরু পাচারের চেষ্টা বানচাল করললো বক্সিরহাট থানার পুলিশ, জোড়াইমোর নাকা পয়েন্টে উদ্ধার ২০টি গরু, ধৃত ৩
শনিবার ধৃত তিনজনকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করলো বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রবিউল ইসলাম, শফিউর রহমান ও সাদ্দাম হোসেন। তিনজনেই অসমের বঙ্গাইগাওয়ের বাসিন্দা। শুক্রবার রাতে অসমে প্রবেশের পথে জোড়াই মোর নাকা পয়েন্টে লরিটিকে তল্লাশি চালাতে গিয়ে আলুর বস্তা দেখতে পায় পুলিশ। এই আলুর বস্তার পেছনেই কুড়িটি গরু উদ্ধার করে।