রামপুরহাট ২: রাস্তায় পাওয়া সোনার জালিয়াতি, সচেতন থাকতে বললেন মারগ্রাম থানার ওসি
নকল সোনা দেখিয়ে জালিয়াতির নতুন কৌশল । রামপুরহাট দু’নম্বর ব্লকের মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম আজ বুধবার একটি সচেতনতা বার্তা দিলেন, সাম্প্রতিক সময়ে নকল সোনা দেখিয়ে প্রতারণার কৌশল নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠায় মানুষকে সতর্ক রাখতে। ওসি জানান, কখনো টোটোতে যেতে যেতে রাস্তায় কাগজে মোড়া ২২ বা ২৪ ক্যারেট সোনার মতো একটি টুকরো ‘পাওয়া গেছে’ বলে দেখানো হয় বা কেউ একজন যাত্রী পাই। তবে এই চক্রের একজন সদস্যই এর সঙ্গে জড়িত; তিনি প্রথমে গরিব মানুষের অজুহাত দিয়ে বলেন