মথুরাপুর ২: নন্দকুমারপুর অঞ্চলের অঞ্চল ভিত্তিক SIR ও সাংগঠনিক পর্যালোচনা শভায় উপস্থিত রায়দিঘি বিধানসভার বিধায়ক
রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলের অঞ্চল ভিত্তিক এস আই আর ও সাংগঠনিক পর্যালোচনা সভার আয়োজন করা হয় আজ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা নাগাদ। এই সবাই উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলক জলদাতা ও নন্দকুমারপুর অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীরা। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।