ইলামবাজার: ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয় অঞ্চল সভাপতির এর উপস্থিতিতে
ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলে বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয় অঞ্চল সভাপতি বিকাল ৫টা নাগাদ। উপস্থিত মঙ্গলডিহি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ।শিবিরে সাধারণ মানুষদেরকে সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে সহযোগিতা করা হয় SIR ফর্ম পূরণ করার জন্য।কোন সাধারণ মানুষের ভোটার তালিকা থেকে নাম যাতে বাদ না যায় সেটাও দেখা হচ্ছে।