কালনার কদমতলা এলাকায় নিষিদ্ধপল্লীতে বিশেষ ভাবে করা হলো এস আই আর এর হেয়ারিং এর সুনানী। এই এলাকার প্রায় 63 জন পেয়েছেন হিয়ারিংয়ে ডাক। তাদের মহকুমা শাসকের দপ্তরে হেয়ারিং এ যাওয়ার কথা থাকলেও, তাদের জন্য পূর্ব বর্ধমান জেলার ডিএম অফিস থেকে আসা প্রতিনিধিদল কালনার নিষিদ্ধপল্লী এলাকাতেই হেয়ারিং এ বসে এদিন বৃহস্পতিবার। কালনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার তিনি বলেন এই এলাকার মানুষদের জন্য স্পেশাল ভাবে আজ হেয়ারিং এর ব্যবস্থা করা হয়েছে।