শীতলকুচি: শীতলকুচির পূর্ব ভোগডাবড়ি এলাকা থেকে ২০৬ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা
মঙ্গলবার শীতলকুচির পূর্ব ভোগডাবরী এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে ১৬ বস্তা লুকিয়ে রাখা গাজা উদ্ধার হয়। এতে মোট ২০৬ কেজি ছিল বলে পুলিশ সূত্রে জানা যায়। গতরাতে বিশেষ অভিযান চালিয়ে শীতলকুচি ব্লকের ভাঐরথানা অঞ্চলের অন্তর্গত পূর্ব ভোগডাবড়ি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে শীতলকুচি থানার পুলিশ ১৬ বস্তা লুকিয়ে রাখা গাজা উদ্ধার করে এতে মোট ২০৬ কেজি গাঁজা ছিল।