গতকাল রাতে মাথাভাঙা কুর্শা মারি এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা 2 টা নাগাদ দেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে নিয়ে আসে । ওই দিন দুর্ঘটনায় আরো দুই জন বাইক আরোহী গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের কুর্শামারি এলাকায়। জানা গেছে একটি বাইকের সাথে একটি টোটো মুখোমুখি সংঘর্ষ হয় ।