ইটাহার: মহানন্দা নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে, ইটাহারের মুকুন্দপুর গ্রামে মাঝ নদীতে ডিঙি উল্টে জলে ডুবে মৃত্যু মায়ের
রাস যাত্রার গান শুনে ডিঙিতে নদী পার হয়ে বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। কিন্তু মাঝ নদীতে হঠাৎ ডিঙি উল্টে জলে ডুবে মৃত্যু মায়ের, সাঁতরে প্রাণে বাঁচল নাবালক ছেলে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইটাহারের মুকুন্দপুর গ্রামে মহানন্দা নদীতে। শনিবার সকালে ঘটনাস্থল থেকে পাঁচশো মিটার দূরে শ্যামপুর এলাকা থেকে উদ্ধার হয় নিখোঁজ মহিলার দেহ। মৃতের নাম রানী সাহা(৪৫)। ইটাহারের পুলিশ দেহ রায়গঞ্জ মেডিক্যালের মর্গে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।