চার মাস ধরে বেতন না পেয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিলেন। দিনরাত ডিউটি করেও প্রাপ্য বেতন না মেলায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা। নিরাপত্তা কর্মীদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন মেটানো হোক। হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানান, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার মেয়াদ শেষ হওয়ায় জেলা স্বাস্থ্যদপ্তরের অনুমোদন পেলেই বেতন দেওয়া হবে। সুপারের অনুরোধে নিরাপত্তা কর্মীরা পরবর্তী সময় কাজে যোগদান করেন।