গলসি ২: গলসি থানার অন্তর্গত ভুঁড়ি অঞ্চলের ভেপুর গ্রামের পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ
গলসি থানার অন্তর্গত ভুঁড়ি অঞ্চলের ভেপুর গ্রামের পুকুর থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। জানা গেছে সোমবার সকাল দশটায় ভেপুর গ্রামের মানুষজন গ্রামের পুকুরে এক ব্যক্তির মৃতদেহ পুকুরের জলে ভাসতে দেখে গলসি থানায় খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কিন্তু ওই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি। গলসি থানার পুলিশ এদিন দুপুর একটায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় Bmc মর্গে।