একাধিক মহিলাদের উপস্থিতিতে পড়া হলো পাঁচালী। মঙ্গলবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই পাঁচালী পড়ল মহিলারা। উল্লেখ্য তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে যে সমস্ত প্রকল্প বা উন্নয়ন বাস্তবায়িত হয়েছে সে সমস্ত উন্নয়নের কথা ছামনা গ্রামের মহিলারা পাঁচালী পাঠের মধ্য দিয়ে স্থানীয় মানুষদের শ্রবন করালেন। এদিন ছামনা গ্রামের ভিতর একটি মন্দিরের আটচালায় এই কর্মসূচি করলেন বলে জানা যায়।