নলহাটি ২: ১০০% SIR এর ফর্ম আপলোড করে নজির গড়লেন ব্লকের এক BLO, তার কাজে খুশি ব্লক প্রশাসন
মঙ্গলবার নলহাটি দুই নম্বর ব্লকের এক BLO একশো শতাংশ ফর্ম আপলোড করে নজির গড়লেন। চার ই নভেম্বর থেকে ২৫ নভেম্বর অর্থাৎ মোট ২১ দিনের মধ্যে ১০০ শতাংশ ফর্ম আপলোড করেছেন বানসোর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক BLO মোহাম্মদ মেরসাদ আলী। তিনি হাসন বিধানসভার ভগলদিঘী উচ্চ বিদ্যালয়ের 45 পাটের BLO ছিলেন। তার ভোটার সংখ্যা ছিল ১৪৯২। আজ দুপুরে তার SIR কাজ সম্পন্ন করে ব্লক আধিকারিকদের হাতে জমা দেন। তিনি জানান কোন চাপ ছিল না কাজে, আমি আনন্দের সাথে কাজ করেছি।