জামবনি: ঝাড়খণ্ড–বাংলা সীমান্তের বাকড়া এলাকায় চোলাই মদ রুখতে তৎপর জামবনি থানার পুলিশ, গ্রেফতার তিনজন, উদ্ধার ৫০ লিঃ চোলাই মদ
ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বাংলায় চোলাই মদ এনে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত লাগোয়া জামবনি থানার বাকড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জামবনি থানার আই.সি অভিজিৎ বসু মল্লিকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে একটি বাইকে করে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫০ লিঃ চোলাই মদ উদ্ধার হয়েছে।