মঙ্গলবার বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত সকার কাপের শেষ শেষ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টাই-ব্রেকারে রয়েল ক্লাবকে হারিয়ে ৮ম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে পৌছায় তরুণ সংঘ,খেলার নির্ধারিত সময়ে ফলাফল ২-২হওয়ায় ম্যাচ রেফারি ফয়সালা করতে টাই-ব্রেকারের সাহায্য নেন,টাই-ব্রেকারে রয়েল ক্লাবের খেলোয়াড়েরা প্রথম ৪টি শটে একটিও গোল করতে না পারলেও তরুণ সংঘের খেলোয়াড়েরা ৪টি শটের মধ্যে ২টি গোল করায় ৫ম শটটি মারার প্রয়োজন পড়েনি,তার আগেই তরুণ সংঘকে বিজয়ী হিসেবে ঘোষণা করে