বড় দিনের আগেই বড় দিনের আনন্দকে ভাগ করে নিতে ইটভাটার শ্রমিকদের হাতে শীত বস্ত্র ও কেক তুলে দিলো রানাঘাটের একটি ক্লাবের সদস্য সদস্যরা। সূত্রের খবর, যীশু খ্রিষ্ঠ এর জন্মদিন উপলক্ষে 25 শে ডিসেম্বর আনন্দে মেতে উঠবে গোটা বিশ্ব। আর আনন্দের দিনকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে ভাগ করে নিতে প্রত্যেক বছরই বিভিন্ন উদ্যোগ নেয় রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরী ক্লাবের সদস্যরা। আর তারই অঙ্গ হিসেবে এই বছর বড় দিনের আগেই বুধবার বিকেলে আইসতলা এর একটি ইটভাটায় কাজ করতে আসা শ্রম