কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানার প্রতিবাদে কালনা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালনা পৌরসভার মল্লিকবাড়ি মোর এলাকায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অমিত শাহের কুশপুত্রিকা দাহ। হাজীর কানলা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার, জেলা INTTUC সভাপতি সন্দীপ বসু কালনা পৌরসভার পৌরমাতা রিনা ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা। অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে পূর্বস্থলী ১ ও ২ ব্লকেও চলে প্রতিবাদ।