খানাকুল ১: খানাকুল ফুটবল মাঠ এলাকার এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল খানাকুল থানার পুলিশ।
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো খানাকুল থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। পরিবারের লোকজন ওই মহিলাকে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখলে তড়িঘড়ি চিকিৎসার জন্য খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের বাড়ি খানাকুল ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বলে জানা যায়।