কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব দিনদিন বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন রাতেই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ছে বন্য হাতির দল। ফের কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ বিশ্বনাথ পাড়া এলাকায় ঢুকে দুটি বুনো হাতি ব্যাপক তাণ্ডব চালায়। এদিন এলাকার বাসিন্দারা জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে খাবারের সন্ধানে বেরিয়ে আসা হাতিগুলি প্রথমে এক বাসিন্দার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়। এরপর এলাকার বেশ কয়েকজনের ফসল নষ্ট করে দেয়।