বাসন্তী: একটা নারকেল গাছে চারটি মাথা,ক্যানিং হাসপাতাল পাড়া সঞ্জয় পল্লী গ্রামে বাসন্তী সমাজসেবী ফারুক আহমেদ সরদার।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনের পত্যন্ত এলাকায় ক্যানিং মহাকুমা হাসপাতালে পাশে হাসপাতাল পাড়া সঞ্জয় পল্লী গ্রামে বাসন্তী সমাজসেবী ফারুক আহমেদ সরদারের বাড়িতে । একটা নারকেল গাছের চারটে মাথা, এক অনন্য দৃষ্টান্ত এলাকার মানুষ দেখতে আসছে ভিড় জমাচ্ছে। পরম গরু নামের আশীর্বাদে এমন ঘটনা ঘটেছে তাই আজকের সারা মানুষের কাছে একটা অনন্য দৃষ্টান্ত।