স্বামী স্ত্রীর ঝগড়ার মাঝে দুই মাসের শিশু পুত্রকে খুন করার অপরাধে বাবার দশ বৎসরের সশ্রম কারাদণ্ড পুরুলিয়া জেলা আদালতে ।পুরুলিয়া জেলা আদালতের থার্ড কোর্টের বিচারক শ্রী অম্বরিষ ঘোষ এই সাজা ঘোষনা করেন। ঘটনার সুত্রপাত, গত ৪ই আগষ্ট ২০২২সালে স্ত্রী নেহারি রুহিদাস তার ভাইয়ের সাথে বাপের বাড়ি যেতে চাইলে শেফালির স্বামী সাগর রুহি দাস তার দুই মাসের শিশু পুত্রকে যেতে দেবনা বলে দাবি করে। স্ত্রী ভাই এর সাথে বাপের বাড়ি যাওয়ার চেষ্টা করলে শিশুকে নিয়ে আছড়ে মারে।