তেলিয়ামুড়া: ২৭কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত কমলনগর এলাকারBJPকার্যকর্তার মা-র পরলোক গমনের সংবাদ পেয়েMLAযায় কর্মীর বাড়িতে
সোমবার বিকাল ৪ ঘটিকায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী ২৭ কল্যাণপুর প্রমোধনগর বিধানসভার অন্তর্গত কমলনগর এলাকার বিজেপির কার্যকর্তা সুশেন দেবনাথের মার পরলোক গমনের সংবাদ পেয়ে কমলনগর স্থিত ঐ কার্যকর্তার বাড়িতে যায়। বিধায়কের সঙ্গে ছিলেন কল্যাণপুর বিজেপি মন্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্যরা।