মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের অন্তর্গত সাদ্লীচকের কুশল এলাকা থেকে রাস্তার কাজের শিল্যানাস হয়ে গেল বুধবার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মাথায় রেখে কুশল থেকে বেতাহাল পর্যন্ত প্রায় ৬.২ কিলোমিটার এই রাস্তার কাজটি করা হবে। রাজ্য সরকারের পথ প্রকল্পের অধীনে প্রায় সাড়ে চার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই রাস্তার কাজের অনুষ্ঠানিক শিল্যানাস করা হয়।