শনিবার সন্ধ্যায় স্বরুপগঞ্জের তিওরখালি পাবলিক লাইব্রেরির মাঠে বাংলা বাঁচাও যাত্রা সফল করার পাশাপাশি ওয়াকফ বিল বাতিল করা,ওবিসি'তে সংখ্যালঘুদের বঞ্চনার প্রতিবাদে এক পথ সভার আয়োজন করা হয় CPI(M) নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে,এদিনের পথসভায় উপস্থিত ছিলেন CITU নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক তথা এরিয়া কমিটির সদস্য হারাধন দেবনাথ, এরিয়া কমিটির সদস্য সোহরাব মির্জা ও সুদীপ দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ,এছাড়াও ছিলেন দলীয় কর্মী ও সমর্থকেরা