বাসন্তী: গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি,মেলার শুরুতেই তীব্র আতঙ্ক, বাসন্তী থেকে প্রতিক্রিয়া বিজেপি।
বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনা মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি। গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দা