পাড়া ব্লক কৃষক বাজারে শুক্রবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লকের সুরুলিয়া গ্রামের গুয়াই ও হাড়াই নদীর তীরে অবস্থিত মাইক্রো ওয়াটার সেড প্রকল্পের চাষীদের পশু পালন ও শীত কালীন শাকসবজি চাষের বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি এদিন সরকারি বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা গুলির বিষয়ে আলোচনা করা হয়। পাড়া ব্লক কৃষি দফতরের মুখ্য কৃষি অধিকর্তা শে