দাসপুর ১: চাঁইপাট এলাকায় সাইকেলের সঙ্গে বাইকের সংঘর্ষ আহত ৩ জন।
গোপীগঞ্জ সুলতান নগর সড়কের চাইপাট এলাকায় সাইকেলের সঙ্গে বাইকের সংঘর্ষ। ঘটনায় আহত ৩ জন তাঁদের মধ্যে গুরুতর জখম ১ জন। জানাযাচ্ছে একটি বাইক গোপীগঞ্জের দিক থেকে সুলতান নগরের দিকে আসছিলো, সেই সময় সাইকেলে করে বাড়ি ফিরছিলো এক স্কুল ছাত্র। চাঁইপাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয় ৩ জন। বাইকে করে আশা ২ জনের মধ্যে একজন গুরুত্বর জখম হন। সাইকেলে থাকা স্কুল ছাত্র ছিটকে পরে। স্থানীয় মানুজন তাঁদের উদ্ধার করে সোনাখালি হাসপাতালে পাঠাই।