খোয়াই: বারবিল এলাকায় একবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি কুড়ি গ্রাম গাঁজাসহ আটক ১
Khowai, Khowai | Dec 1, 2025 বারবিল এলাকায় একবাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি কুড়ি গ্রাম গাঁজাসহ আটক ১ এদিন পরবর্তীতে গাজা সহ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় সুভাষ পার্ক আউট পোস্টে। পরবর্তীতে সুভাষ পার্ক আউটপোষ্টের ওসি রঞ্জিত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে কি জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে চলুন শুনে নেওয়া যায়।