ভগবানগোলা ২: ৩০শে নভেম্বর শেষ সময়সীমা—রেজিস্ট্রেশন ছাড়া টোটো-টুকটুকে কড়া ব্যবস্থা, সতর্ক করল আরটিও
তারিখ: ২৭ নভেম্বর, বৃহস্পতিবার — ভগবানগোলা-২ ব্লক ভগবানগোলা-২ নম্বর ব্লকে টোটো ও টুকটুক মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল আরটিও দপ্তর। জানানো হয়েছে, ৩০শে নভেম্বরের মধ্যে অবশ্যই টোটো বা টুকটুকের রেজিস্ট্রেশন ও নম্বরপ্লেট করাতে হবে। নির্দিষ্ট সময়সীমার পরে রাস্তায় রেজিস্ট্রেশনবিহীন কোনও গাড়ি নামলে আরটিও কড়া জরিমানা ও আইনি ব্যবস্থা নেবে। আরটিও সূত্রে অভিযোগ, বহু মালিক এখনও ইচ্ছাকৃতভাবে রেজিস্ট্রেশন করতে আসছেন না। ফলে প্রশাসনের তরফে কড়া বার্তা—শেষ