বারাসত ২: কৃষ্ণমাটিতে SIR নিয়ে জনসভায় উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষ, জানালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল সকালে বারাসত ২ ব্লকের কৃষ্ণমাটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এস আই আর নিয়ে জনসভা। এস আই আর নিয়ে মানুষের আতঙ্ক দূর করতে এই জনসভা।আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে জনসভা। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ জনসভা মাঠ পরিদর্শন শেষে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক জানান,সভায় উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু,রথীন ঘোষ।কি বললেন তিনি শুনুন।