বালি-জগাছা: মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে কদমতলা এলাকায় ওযার রুম পরিদর্শনে এলেন পূর্ত ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম
মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের কদমতলা এলাকায় খোলা হয়েছে ওয়ার রুম। এসআইআর সংক্রান্ত ভোটারদের সাহায্য করার জন্য এই অফিস খোলা হয়। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই ওয়ার রুমে আসেন পূর্ত ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এনি এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন কিভাবে ভোটার খসড়া তালিকা তৈরির পর কি করা উচিত। যাতে কোন প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়।