নারায়ণগড়: বেলদাতে ইউনিটি মার্চ পদযাত্রা আয়োজিত হলো, উপস্থিত দিলীপ ঘোষ
বেলদাতে ইউনিটি মার্চ পদযাত্রা আয়োজিত হলো সরদার বল্লভ ভাই প্যাটেলের শ্রদ্ধা জ্ঞাপনে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বেলদাতে স্বাধীন ভারতের প্রথম উপ-প্র প্রধানমন্ত্রী সরদার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ তম জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ইউনিটি মার্চ পদযাত্রা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পদযাত্রাটি পুরো বেলদা শহর পরিক্রমা করে ।