ইসলামপুর: উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকায় বেহাল রাস্তার দাবিতে সোমবার সকালে উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা
উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের রিঙ্কুয়া এলাকায় বেহাল রাস্তার দাবিতে সোমবার সকালে উত্তাল হয়ে ওঠে গ্রামবাসীরা। তিনপুল থেকে মাটিকুন্ডা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে। দেড় বছর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ জনতা রিঙ্কুয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ গড়ে তোলেন। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় জনপ্রতিনিধি, ঠিকাদার এমনকি বিডিও-কে জানানো হলেও কোনও সুরাহা মেলেন