মানবাজার ১: গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেলের দপ্তর। মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ আফগারি দপ্তর সূত্রে জানা যায় মানবাজার থানার বনগড়া, দুলালপুর, বেনাগড়িয়া,বাগসরকা এলাকায় অভিযান চালানো হয়। আজকে অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৪ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। এছাড়া মদ তৈরির দুটি অ্যালুমিনিয়ামের হাড়ি ও একটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।