পটাশপুর ২: অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে জমি সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ধান কাটা নিয়ে সংঘর্ষ, সমাধান করল প্রশাসন
পূর্ব মেদিনীপুর জেলার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নজোড় ও অনুরবেড়িয়া গ্রামের মধ্যে ধান কাটা নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো প্রশাসনের উপস্থিতিতে। জানা গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতের প্রায় 80 বিঘা খাস জমির ফসল কাঠাকে কেন্দ্র করে ওই দুই গ্রামের চাষীদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। শেষ পর্যন্ত আজ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যারা ফসল লাগিয়েছে তারাই ফসল ঘরে তুলবে |এই সিদ্ধান্তে খুশি চাষীরা |