হিঙ্গলগঞ্জ: কালিবাড়ি এলাকায় এসআইআর ক্যাম্প পরিদর্শন করতে আসলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু
কালিবাড়ি এলাকায় এসআইআর ক্যাম্প পরিদর্শন করতে শনিবার দুপুর বারোটা নাগাদ আসলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এস আই আর নিয়ে আতঙ্ক দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মত বিভিন্ন জায়গার পাশাপাশি হিঙ্গলগঞ্জের কালিবাড়ি এলাকায় এস আই আর সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এলাকার সাধারণ মানুষেরা এই ক্যাম্পে এসে ফর্ম ফিলাপ করছেন ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করছেন। ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে সংশ্লিষ্ট বুথের বিএল ওদের কাছে জমা দিচ্ছে