কোলাঘাট: SIR আতঙ্কে মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাটে এই নিয়ে তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা
SIR আতঙ্কে মৃত্যু কেশিমন বিবির কোলাঘাট থানার ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামে ২৩৩ নাম্বার বুথের ঘটনা।বয়স ৮৩ ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকায় কয়েক দিন ধরে আতঙ্কিত ছিলো বলে অভিযোগ।বাড়িতে মৃত্যু হয়।এই ঘটনায় চঞ্চক্য ছড়িয়েছে।এই ঘটনা নিয়ে জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক বলে নির্বাচন কমিশন SIR নামে আতঙ্ক তৈরি করেছে পশ্চিমবঙ্গের।তড়িঘড়ি করে SIR করতে গিয়ে ২০০২ সালের নাম না থাকায় আতঙ্কে মৃত্যু হয়েছে।তার পাল্টা প্রতিক্রিয়া BJP নেতা বামদেব গুছাইত।