CPI(M) এর উদ্যোগে জাঁহাপুর সত্যানন্দপুর এলাকায় শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সহযোগিতায় "বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির" আয়োজন করা হল। চিকিৎসক ডাঃ গিস্পতি চক্রবর্তী ও ডাঃ স্বপন বনিকের তত্বাবধানে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন গণআন্দোলনের নেতা ও মহিলা নেত্রী কমরেড মনিমালা দাস, এলাকার গণআন্দোলনের নেতা কমরেড সুকুমার দাস, কমরেড দেবব্রত দাস, কমরেড নাসিরুদ্দিন মোল্লা, কমরেড দুখীরাম মেটে প্রমুখ।