ঘটনাটি শনিবার তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের নাগরুরহাট এলাকার ঘটনা। ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম সুভাষ দাস। ওই ব্যক্তি জানান প্রতিবেশী ব্যক্তির সাথে দেনা পাওনা নিয়ে বিবাদ বাঁধে। প্রতিবেশীর দাবি তার কাছ থেকে আড়াই হাজার টাকা পাবেন কিন্তু সুভাষ বাবুর কথা কোন টাকা পাবেন না। তবুও তিনি এক হাজার টাকা দিতে রাজি হয়েছেন। টাকা না নিয়ে সুভাষ বাবুকে হুমকি দিতে থাকে। ঘটনার স্থল ছেড়ে চলে আসার সময় সুভাষবাবুর উপর হামলা হয় বলে অভিযোগ।