জলসার আসর বসলো আবার ব্রাহ্মণ গ্রামে। যে গ্রামের নামেই রয়েছে ব্রাহ্মণদের কথা, সেখানেই জলসা হল মাদ্রাসার উন্নতিকল্পে। এলাকাবাসী সহ আশেপাশের আরো বেশ কয়েকটি গ্রামবাসীর সহযোগিতা তাদের উপস্থিতিতে সারা রাত্রি ব্যাপি চলল এই জলসা অনুষ্ঠান। রাতেই এই জলসার অনুষ্ঠান পরিদর্শন করতে উপস্থিত হন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। সকল প্রান্তের মানুষ শান্তি-শৃঙ্খলা সম্প্রীতির সাথে এলাকায় বসবাস করে এসে বার্তা রাখেন বিধায়ক।