অফিস টাইমে নো পার্কিং এলাকায় ই-অটো রিক্সা দাঁড়ানোয় চারটি ই-অটো রিক্সার চাকায় তালা লাগালো পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনাটি শনিবার সকাল 11 টা নাগাদ মাথাভাঙা শহরের পোস্ট অফিস মোড় এলাকার। উল্লেখ্য যে,মাথাভাঙা শহরে ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে পোস্ট অফিস মোড়ের সড়কটিও।ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটো এবং অটো চালকদের বারংবার সতর্ক করা হলেও কর্নপাত করে না তারা,নো পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকায় দেখা দেয় যানজটের সমস্যা।