অবৈধভাবে চলছে মদ বিক্রি। সেও আবার জনবহূল এলাকায়। এতে গ্রাম্য পরিবেশ নষ্ট হচ্ছে বলে সরব হলেন এক বাসিন্দা রাজু কর্মকার। বুধবার বিকেল সাড়ে পাঁচটে নাগাদ আমাদের ক্যামেরায় এমনটাই অভিযোগ তুললেন তিনি। চাঁচল থানার পাহারপুর এলাকায় এই অবৈধ কার্যকলাপ চলছে বলে অভিযোগ। আর তাতে এলাকার ছাত্রদের মধ্যেও প্রভাব পড়ছে। অবৈধ মদের বিক্রি বন্ধের দাবি জানিয়ে সরব হয়েছেন তিনি।