দীর্ঘ কয়েক মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে শক্তিনগর জেলা হাসপাতাল ও সদর হাসপাতালের একাধিক অস্থায়ী কর্মী অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেন। আন্দোলনকারীদের অভিযোগ বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বকেয়া বেতন মেটানো হয়নি। গতকাল এক মাসের বেতন দিয়েছে। এখনো সমস্ত মাসের বেতন আটকে রয়েছে। যার ফলে সমস্ত ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্মীদের। তাদের দাবি সমস্ত বকেয়া বেতন নাম মেটানো পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে তাদের।