খানাকুল ২: খানাকুলের নতীবপুর থেকে প্রায় ১১০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ।
খানাকুলের নতীবপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল খানাকুল থানার পুলিশ। এদিন দুপুরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খানাকুলের নতীবপুর এলাকায় হানা দিয়ে। নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে খানাকুল থানা পুলিশ। উদ্ধারকৃত শব্দবাজি গুলি খানাকুল থানার পক্ষ থেকে বাজেয়াপ্ত করা হয় বলে জানা যায়।